মালদা

মুক্তি পণ চেয়ে যুবককে অপহরণ, চাঞ্চল্য মালদা থানার ভুতপিল্লা এলাকায়

এক যুবককে অপহরন। মুক্তি পন চেয়ে যুবকের পরিবারের কাছে অপহরনকারীদের ফোন। রবিবার পুরাতন মালদার ভুতপিল্লা গ্রামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই মর্মে মালদা থানার দারস্থ হয়েছে ওই অপহৃত যুবকের পরিবার। 

জানা যায়, অপহৃত ওই যুবকের নাম মিঠুন পাহাড়ী। বাড়ী পুরাতন মালদার ভুতপিল্লা গ্রামে। উল্লেখ্য গত শুক্রবার সে গ্রাম থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের লোকজন বিস্তর খোঁজ করলেও তার কোন হদিশ পাওয়া যায়নি। কিন্তু রবিবার বাড়ীতে ৩ লাখ টাকার মুক্তি পন চেয়ে ফোন করে দুষ্কৃতিরা। এরপরই পরিবারের পক্ষ থেকে মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই নিয়ে অত 15 দিনে মালদা জেলায় ছয়টি অপহরণের ঘটনা ঘটল।

এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে অপহৃত যুবকের মা সুরজি পাহাড়ি জানায়, গত শুক্রবার থেকে তার ছেলে নিখোঁজ রয়েছে। কিন্তু এদিন হঠাৎ করে তার ছেলের মুক্তি পণ চেয়ে বাড়িতে ফোন আসে। তাই তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। 

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আস্তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। এবিষয়ে এলাকার এক বাসিন্দা ফেকু রবিদাস বলেন, গত শুক্রবার মিঠুন রবিদাস নামে এক যুবককে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। সেই ঘটনায় শুনতে পায় তার মুক্তিপণ বাবদ তিন লক্ষ টাকা দাবী করেছে দুষ্কৃতিরা বলে খবর।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/yw7PMrJi7VA